Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 অবস্থানঃ পরিকল্পনা কার্যালয় উপজেলা পরিষদের মধ্যে উপজেলা নির্বাচন অফিস ও মহিলা বিষয়ক কার্যালয় এর মাঝামাঝি স্থানে অবস্থিত।  অবকাঠামোঃঃ ইউনিয়ন পর্যায়ে কান্দিউড়া, নওপাড়া, গড়াডোবা,ও গন্ডা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। উক্ত কেন্দ্রগুলুতে গর্ভবতী সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী সেবা, পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। তাছাড়া ২৪/৭ ঘন্টা ডেলিভারি সেবা প্রদান করার ও নির্দেশনা রয়েছে। তাছাড়া অন্য ৯ টি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র গুলু( ডিজি স্বাস্থ্য এর অধীন) হলে ও আমাদের কর্মী কর্তৃক সেবা প্রদান অব্যাহত রয়েছে। কার্যক্রমঃঃ জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বৃদ্ধি করন, ইত্যা। বর্তমান অবস্থানঃ মোট ৫৮৫৬৫ জন সক্ষম দম্পতি রয়েছে। এদের মধ্যে ৭৮% দম্পতি পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করছে। খাবার বড়ি গহীতার হার ৪৫%, কনডম ৫%, স্থায়ী পদ্দতি ১২%, ইইমপ্লান্ট ৯%। তাছাড়া প্রতিমাসে ৬৮ স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে গর্ভবতী সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে।